Header Ads

About Us

 #এডমিন পোস্ট, 

 

“অর্থের অপচয় আর নয়। 

ফ্রি শিখবো এবং  ফ্রি শিখাবো এটাই আমাদের প্রত্যয়।”

আমরাই বাংলাদেশে প্রথম, বেকার ও ছাত্র/ ছাত্রীদের  কথা চিন্তা করে ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য শুরু করেছি “আউটসোর্সিং ফ্রি সাপোর্ট স্কুল” । এখানে  সমপূর্ণ ফ্রি আউটসোর্সিং  কোর্স ও  Zoom  সাপোর্ট দেওয়া হয়।  তাহলে আর কোন অর্থ ব্যায় না করে আজই আপনি যোগদিন আমাদের “আউটসোর্সিং ফ্রি সাপোর্ট স্কুল”  Group - এ।

সবার উদ্দেশ্যে বলছি- কারো পরিচিত কোন  ছাত্র/ছাত্রী, বেকার,  প্রতিবন্ধী কিংবা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী অথবা আমার আপনার কোন অসহায় বোন  (যারা পড়া লেখা যানে) দয়া করে তাদের এই গ্রুপে আনবেন, এই কাজ করাতে উৎসাহিত করবেন, তাহলে তারা আর সমাজের,  পরিবারের বোঝা ও অসহায় হয়ে থাকবে না ।

যদি কেউ  সাহায্য চেয়ে কোন পোস্ট করে, সেখানে পারলে সাহায্য করবেন।  নতুবা অযথা অপ্রাসঙ্গিক কোন কমেন্ট করে বিভ্রান্ত করবেন না।  এখানে কোন অর্থনৈতিক লেনদেন ঘটলে তার জন্য “আউটসোর্সিং ফ্রি সাপোর্ট স্কুল”  দায়ী থাকবে না। 

আপনার কাছে যদি মনে হয় কোন লেখা বা কনটেন্ট দ্বারা যে কেউ প্রতারিত হতে পারে তাহলে অবশ্যই Admin & Modaretors কে জানাবেন।

  

Group টি  স্বচ্ছ ও সুন্দর  রাখার দায়িত্ব আমাদের সবারই।   

 

Admins

Al Mamun & Devdas Shikary.


No comments

Powered by Blogger.